Tuesday, February 7, 2017

ভালবাসার কোন দৈর্ঘ, প্রস্থ,বেধ নেই মোট কথা এটা কোন বস্তু না যে এটাকে দেখায়ে বেড়াতে হবে। ভালবাসায় দেখানোর মত কিছুই নাই।
কাওকে দেখানোর জন্য হাত কাটা, ঘুমের ওষুধ খেয়ে কারো সিপমাথি পাওয়া, হঠাত একদিন মৃত্যুর জন্য এগিয়ে যাওয়া এগুলো ভালবাসার প্রকাশ নই। চাইলে যে কেউই এগুলো করতে পারে যে কারো জন্য।
যেই শরীরের, যেই মনের সাথে এতদিনের বসবাস সেই শরীর মন কে যদি ভালবাসা না যাই তবে সে অন্যকে কি করে ভালবাসবে? নিজের ক্ষতি করা মানেই ভালবাসা নই।
নিজের ক্ষতি কিংবা নিজেকে কষ্ট দিয়ে একটা আবেগপ্রবণ ছেলে বা মেয়ের করুণা পাওয়া সম্ভব সেই করুণাই হয়তো সে নিজেকে দিয়ে দিতেও প্রস্তুত কিন্তু সেটা ভালবাসা নই।
ভালবাসা হল এমন একটা জিনিষ যা ঢাল ঢোল পিটিয়ে প্রকাশ করে বেড়ানো যায় না। ভালবাসা হল এমন এক জিনিষ যা গভীর রাতে হাসিয়ে দেই আবার কখনো কাদিয়ে দেই।
ভালবাসা কখনো কখনো বুকের বাম পাশে চিন চিন ব্যাথার সৃষ্টি করে আর সেই ব্যাথাটাই তখন অনেক বেশি ভাল লাগে।
ভালবাসা হল তাই যা বাচতে শেখায়,উঠে দাঁড়াতে শেখায়, কাঁদতে শেখায়,হাসতে শেখায়।ভালবাসা মানে নিজেকে ভালবাসা,ভালবাসা মানে ভালবাসার মানুষকে ভালবাসা ঠিক নিজের মত করে।
যারা মানুষটাকে পায় তারা ভালবাসা পায় না, যারা ভালবাসা পায় তারা মানুষটাকে হারাই। আমি বরাবরই ভালবাসার কাঙাল ছিলাম তাই তোমাকে হারানোর পর আমি আরো বেশি ভালবাসতে শিখেছি ভালবাসার মানে জেনেছি। আমি বরাবরই ভালবাসার কাঙাল ভালবাসা পেয়েছি নিজের মত করে, ভালবাসতে শিখেছি নিজের মত করে।

No comments:

Post a Comment