Tuesday, February 7, 2017

প্রত্যেকের জীবনে "কেউ একজন" থাকে ... কারো কারো ভাগ্য হয় ঐ "কেউ একজন" এর সাথে সারা জীবন থাকার ... আর কারো কারো ভাগ্য হয় "অন্য কোন একজন" এর সাথে সারা জীবন থাকার !!
তবুও জীবন থেমে থাকে না ... আমি, তুমি, "কেউ একজন", "অন্য কোন একজন" সবাই চলতে থাকে ... যারা কেউ একজন কে পাই তারা সুখী হয় আর যারা কেউ একজন কে পাই না তারা দুঃখ লুকিয়ে বেচে থাকে।
এটাকেই আমরা বাস্তবতা বলি। বাস্তবতার থেকেও বড় কথা হল যারা সেই কেউ একজন কে নিয়ে সারা জীবণ থাকতে পারে তারা জয়ী আর যারা পারে না তারা পরাজিত। ইতিহাস কখনো পরাজিতদের পক্ষ হয়ে কথা বলে না। জয়ীরাই হল আসল হিরো। যারা পরাজিত তাদের আসলে কষ্টগুলো লুকিয়ে ফেলা ছাড়া আর অন্য কোন উপায় থাকে না। ব্যাপারটা এমন নই যে পরাজিতরা মেন্টালি শক্ত কিংবা তারা যাদের হারিয়েছে তাদের ভাল থাকার জন্য নিজের ভালবাসা ত্যাগ করছে। এগুলো আসলে সান্তনা বাণী। আসল কথা হল যারা পরাজিত তাদের নিজেদের কষ্ট লুকানো ছাড়া আর কোন পথ নেই, চাই বা না চাই এই কষ্টকে লুকাতেই হবে। তাই এটাকে বাস্তবতার নামে নাম দিয়ে নিজের কষ্টকে লুকানোর ব্যার্থ চেষ্টা চালানো হয়। "বাস্তবতা" নামক কিছুকে কে মেনে নিতে হয়।
ইতিহাস জয়ীদের জয়গান করে, বাস্তবতা পরাজিতদের নিয়ে খেলা করে।

No comments:

Post a Comment