গতকাল আড়াই বছরের এক বাচ্চাকে জিজ্ঞাসা করলাম "বাবু বড় হয়ে কি হবে?" সে উত্তর দিল " বড় হয়ে মানুষ হবো "। আমি চুপ হয়ে গেলাম।
আমরা সবাই বড় হয়ে বড় বড় ডাক্তার,ইঞ্জিনিয়ার,ব্যাবসায়ী ইত্যাদি ইত্যাদি হতে চাই কিন্তু কেউ মানুষ হতে চাই না। কারণ মানুষ হওয়া অনেক কঠিন।
সবাই মানুষ হয়ে উঠুক আর বদলে যাক সমাজ, বদলে যাক দেশ, বদলে যাক বিশ্ব।
No comments:
Post a Comment