ব্যস্ত শহরের উঁচু বিল্ডিংটার কার্ণিশে
নিশ্চুপ নিস্তব্ধ রাত নেমে আসে
আমি রাত জাগা একা পাখি
দুচোখ ভরে সপ্ন দেখি
সেই সপ্নে তোমার আসা যাওয়া
আর আমার জন্য ভালবাসা
বাস্তবে যদি আসে সংঘাত
সরিয়ে নিয়োনা তোমার দুটি হাত
শক্ত করে জড়িয়ে তোমায় এই বুকে
সারাজীবন দেব পাড়ি জয়-পরাজয়ে
নিশ্চুপ নিস্তব্ধ রাত নেমে আসে
আমি রাত জাগা একা পাখি
দুচোখ ভরে সপ্ন দেখি
সেই সপ্নে তোমার আসা যাওয়া
আর আমার জন্য ভালবাসা
বাস্তবে যদি আসে সংঘাত
সরিয়ে নিয়োনা তোমার দুটি হাত
শক্ত করে জড়িয়ে তোমায় এই বুকে
সারাজীবন দেব পাড়ি জয়-পরাজয়ে
No comments:
Post a Comment