Tuesday, December 29, 2015

জীবণ মানে শূণ্য থেকে শুরু

আমি সেই ছেলেটিকে চিনতাম যে ভালবাসায় ব্যার্থ হয়ে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে বেচে যায়,একদিন সেই ছেলেটা খুব অনায়সেই অন্য একটা মেয়েকে বলে দিয়েছিল আমি তোমাকে ভালবাসি। সেই ছেলেটা অনেক দিন পর নতুন করে বাচতে শুরু করেছিল সেই মেয়েটির সাথে

আমি সেই মেয়েকে দেখেছিলাম যে সব সময় বলতো তুমি আমার না হলে আমি আর বাচবো না।ছেলেটি ছেড়ে যাওয়ার পর মেয়েটি আত্মহননের পথ বেছে নিয়েছিল তারপর অনেকদিন পর সেই মেয়েটাকে দেখেছিলাম মুখে হাসি কোলে বাচ্চা নিয়ে অন্য এক পুরুষের হাতে হাত রেখে ঘুরে বেড়াতে

এক সময় নেশায় বুদ হয়ে পড়ে থাকা একটি ছেলেকে দেখেছিলাম একদিন মুখে দাড়ি, টুপি পরে অন্য সবাইকে সঠিক পথে ফিরে আসার দাওয়াত দিতে।

আমি সেই ছেলেকে চিনতাম যাকে সবসময় বলা হত ছেলেটি গোল্লায় যাচ্ছে,মাথায় উষ্কখুষ্ক চুল মুখভর্তি দাড়ি,কাধে গিটার নিয়ে হেটে যাওয়া সেই ছেলেটিকে দেখেছিলাম একদিন স্যুট টাই পরে গিটার ফেলে হাতে ফাইল নিয়ে অফিসে যেতে

জীবণটা খুব বিচিত্র রকমের। অদ্ভুতভাবে বদলে যায় সব কিংবা জীবণের তাগিদে বদলে নিতে হয় সব কিছু, জীবণে সুখী থাকাটার অনেক প্রয়োজন যেকোন ভাবেই হোক না কেন

আপনিও কি নিজেকে খুব অসহায় ভাবছেন তাদের মত? হতাশায় জর্জরিত হয়ে নিজেকে শেষ করার কথা ভাবছেন? আপনার কাছের মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে?কি ভাবছেন সব কিছু শেষ হয়ে গেছে?? হঠাত করেই সিদ্ধান্ত নিবেন না। নিজেকে শেষ করা মানেই মুক্তি নই।

নিজের জন্য একটু সময় নিন, আকাশপানে তাকিয়ে বড় করে শ্বাস  নিন তারপর তারপর মনের যত কষ্ট দুঃখ সবকিছু বিশাল আকাশের মাঝে উড়িয়ে দিন, বুকে হাত রেখে বলুন আপনি পারবেন আবার সব কিছু প্রথম থেকে শুরু করতে,আপনাকে পারতে হবে, আপনাকে সুখী হতেই হবে,দরকার হলে শূন্য থেকেই শুরু করতে হবে,জীবণে একটা জিনিষের খুব প্রয়োজন আর তা হল সুখী হওয়া।

হাসতে শিখুন হাসাতে শিখুন, ভাল থাকতে শিখুন ভাল রাখতে শিখুন,নিজের জন্য ভাবুন অপরের জন্য ভাবুন,

#নিজেকে_শেষ_করা_কোন_জীবণ_না_জীবণ_হলো_সেটাই_যেটা_আবার_শূন্য_থেকে_শুরু_করতে_শেখায়

Sunday, December 6, 2015

এই শহরে

এই শহরে সপ্নের বেচাকেনা হয়
গ্রামের দুরন্ত চঞ্চলা মেয়েটির সপ্ন
এই শহরে এসে বেশ্যা হয়ে যাই

এই শহরে সপ্নের বেচাকেনা হয়
মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেটি ধনী হতে এসে
হতাশায় ঘিরে নেশার মাঝে বুদ হয়ে পড়ে রই

এই শহরে সপ্নের বেচাকেনা হয়
বড়লোক বাবার বখে যাওয়া ছেলেটি
হাজারো রঙিন বোতলের মাঝে সপ্ন দেখে

এই শহরে সপ্নের বেচাকেনা হয়
উচ্ছৃঙ্খল সেই বালক বালিকা গুলো
টাকা দিয়ে অনেক সপ্ন কিনে আনে

এই শহরে সপ্নখুনির বিচার নাই শুধু সপ্ন খুন হয়
চিৎকার করে খুনিরা বলে আমরা রই এই শহরে
যেই শহরে প্রতিদিন সপ্নের বেচাকেনা হয়