Tuesday, December 29, 2015

জীবণ মানে শূণ্য থেকে শুরু

আমি সেই ছেলেটিকে চিনতাম যে ভালবাসায় ব্যার্থ হয়ে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে বেচে যায়,একদিন সেই ছেলেটা খুব অনায়সেই অন্য একটা মেয়েকে বলে দিয়েছিল আমি তোমাকে ভালবাসি। সেই ছেলেটা অনেক দিন পর নতুন করে বাচতে শুরু করেছিল সেই মেয়েটির সাথে

আমি সেই মেয়েকে দেখেছিলাম যে সব সময় বলতো তুমি আমার না হলে আমি আর বাচবো না।ছেলেটি ছেড়ে যাওয়ার পর মেয়েটি আত্মহননের পথ বেছে নিয়েছিল তারপর অনেকদিন পর সেই মেয়েটাকে দেখেছিলাম মুখে হাসি কোলে বাচ্চা নিয়ে অন্য এক পুরুষের হাতে হাত রেখে ঘুরে বেড়াতে

এক সময় নেশায় বুদ হয়ে পড়ে থাকা একটি ছেলেকে দেখেছিলাম একদিন মুখে দাড়ি, টুপি পরে অন্য সবাইকে সঠিক পথে ফিরে আসার দাওয়াত দিতে।

আমি সেই ছেলেকে চিনতাম যাকে সবসময় বলা হত ছেলেটি গোল্লায় যাচ্ছে,মাথায় উষ্কখুষ্ক চুল মুখভর্তি দাড়ি,কাধে গিটার নিয়ে হেটে যাওয়া সেই ছেলেটিকে দেখেছিলাম একদিন স্যুট টাই পরে গিটার ফেলে হাতে ফাইল নিয়ে অফিসে যেতে

জীবণটা খুব বিচিত্র রকমের। অদ্ভুতভাবে বদলে যায় সব কিংবা জীবণের তাগিদে বদলে নিতে হয় সব কিছু, জীবণে সুখী থাকাটার অনেক প্রয়োজন যেকোন ভাবেই হোক না কেন

আপনিও কি নিজেকে খুব অসহায় ভাবছেন তাদের মত? হতাশায় জর্জরিত হয়ে নিজেকে শেষ করার কথা ভাবছেন? আপনার কাছের মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে?কি ভাবছেন সব কিছু শেষ হয়ে গেছে?? হঠাত করেই সিদ্ধান্ত নিবেন না। নিজেকে শেষ করা মানেই মুক্তি নই।

নিজের জন্য একটু সময় নিন, আকাশপানে তাকিয়ে বড় করে শ্বাস  নিন তারপর তারপর মনের যত কষ্ট দুঃখ সবকিছু বিশাল আকাশের মাঝে উড়িয়ে দিন, বুকে হাত রেখে বলুন আপনি পারবেন আবার সব কিছু প্রথম থেকে শুরু করতে,আপনাকে পারতে হবে, আপনাকে সুখী হতেই হবে,দরকার হলে শূন্য থেকেই শুরু করতে হবে,জীবণে একটা জিনিষের খুব প্রয়োজন আর তা হল সুখী হওয়া।

হাসতে শিখুন হাসাতে শিখুন, ভাল থাকতে শিখুন ভাল রাখতে শিখুন,নিজের জন্য ভাবুন অপরের জন্য ভাবুন,

#নিজেকে_শেষ_করা_কোন_জীবণ_না_জীবণ_হলো_সেটাই_যেটা_আবার_শূন্য_থেকে_শুরু_করতে_শেখায়

Sunday, December 6, 2015

এই শহরে

এই শহরে সপ্নের বেচাকেনা হয়
গ্রামের দুরন্ত চঞ্চলা মেয়েটির সপ্ন
এই শহরে এসে বেশ্যা হয়ে যাই

এই শহরে সপ্নের বেচাকেনা হয়
মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেটি ধনী হতে এসে
হতাশায় ঘিরে নেশার মাঝে বুদ হয়ে পড়ে রই

এই শহরে সপ্নের বেচাকেনা হয়
বড়লোক বাবার বখে যাওয়া ছেলেটি
হাজারো রঙিন বোতলের মাঝে সপ্ন দেখে

এই শহরে সপ্নের বেচাকেনা হয়
উচ্ছৃঙ্খল সেই বালক বালিকা গুলো
টাকা দিয়ে অনেক সপ্ন কিনে আনে

এই শহরে সপ্নখুনির বিচার নাই শুধু সপ্ন খুন হয়
চিৎকার করে খুনিরা বলে আমরা রই এই শহরে
যেই শহরে প্রতিদিন সপ্নের বেচাকেনা হয়

Saturday, November 28, 2015

ধোয়া

ধোয়া, ধোয়াই জীবণ
ধোয়া, ধোয়াই সপ্ন
ধোয়ার মাঝেই হারিয়ে গেছে আলো

জীবিত নাকি মৃত
সুখী নাকি দুখী
কিছু বুঝিনা সবই ধোয়া

ধোয়া, ধোয়াই জীবণ
ধোয়া, ধোয়াই সপ্ন
ধোয়ার মাঝে হারিয়ে গেছে আলো

রাত কি দিন কি
সুখ কি চিনি না
জীবণ ই এখন ধোয়া

ধোয়া, ধোয়াই জীবণ
ধোয়া, ধোয়াই সপ্ন
ধোয়ার মাঝে হারিয়ে গেছে আলো

পাইনা কোন কিনারা
দেখিনা বেচে থাকার মানে
সবই ধোয়া শুধুই ধোয়া

ধোয়া, ধোয়াই জীবণ
ধোয়া, ধোয়াই সপ্ন
ধোয়ার মাঝে হারিয়ে গেছে আলো

যেদিন সপ্ন হয়েছে ধোয়া
সেদিন গুম হয়ে গেছে হাসি
এখন সবই ধোয়া

ধোয়া, ধোয়াই জীবণ
ধোয়া, ধোয়াই সপ্ন
ধোয়ার মাঝেই হারিয়ে গেছে আলো

মৃত মানুষের ভালবাসার কথা

তোমাকে দেখছি।অনেক সুন্দর লাগছে তোমায়।ইচ্ছা হল কথা বলি কিন্তু পারলাম না।আজ তোমার সাথে অন্য কেউ।জানি হয়তো ভুলে গেছ। আর ভুলে যাওয়াটাই তো স্বাভাবিক। আমার মত মানুষ কে আর কতদিন ই মনে রাখবে। যার কোন অস্তিত্ব নেই আজ আর।একুটা মৃত মানুষ কে আর কতদিন ই বা মানুষ মনে রাখে।প্রয়োজনের তাগিদে সবাই ভুলে যায় একসময়।জানো আমি এখন সবসময় তোমার সাথেই থাকি কেউ দেখতে পাই না।তুমি যখন ঘুমিয়ে পড় তোমার কপালে ছোট্ট করে চুমু দেই তুমি কি বুঝতে পারো?আগে তো পারতাম না সবসময় তোমার পাশে থাকতে কিন্তু আমি এখন পারি। কোন বাধা নেই আমার। কেউ আমায় দেখতে পাই না। তুমি ঘুমিয়ে পড় আর আমি সারারাত তোমায় দেখি।আমার তো এখন আর ঘুমের দরকার হয় না।জান আমি না অনেক সুখে আছি অনেক সুখে। তুমি যেখানেই থাক আমিও সেখানেই থাকি।বল এর চাইতে সুখ কি আছে আর?

(কাল্পনিক)

Tuesday, November 17, 2015

ইচ্ছে



ইচ্ছে করে তোমার কাছে
বারে বারে আসি
ইচ্ছে করে প্রাণটা ভরে
তোমায় ভালবাসি
ইচ্ছে করে তোমার বুকে
লুকিয়ে আমি থাকি
ইচ্ছে করে মনের পটে
তোমার ছবি আকিঁ
ইচ্ছে করে তোমায় আমি
নয়ন ভরে দেখি
ইচ্ছে করে তোমায় নিয়ে
কাব্য-কথা লিখি।



Sunday, November 15, 2015

জুজু বুড়ির ভয় পাই না

একটা সময় ছিল যখন মায়ের কোলে শুয়ে ঘুমাতাম আর ঘুমানোর আগে একটা বায়না থাকতো আম্মু একটা গল্প শোনাও না,আম্মু শোনাতো গল্প, ভুত প্রেতের কোন গল্প নই, গল্প শোনাতো কোন মহা মনিষীর জীবণী, কোন শিক্ষণীয় গল্প, কোন ওলী আল্লাহের জীবণী। একটা গল্প হয়তো একদিনে শোনা হত না তার আগেই ঘুমিয়ে যেতাম মায়ের কোলে,আবার পরের দিন ঘুমানোর আগে আবার সেই বায়না ধরা আবার সেই গল্প বলা মায়ের, কোন গল্পই অসমাপ্ত থাকতো না,কেন শোনাতেন সেই সব গল্প আম্মু?? তিনি কি চাইতেন তার সন্তানের জীবণেও মণীষীদের জীবণধারার প্রতিফলন ঘটুক? কিন্তু কেন?? তিনিও তো পারতেন আর সবার মত জুজু বুড়ির ভয় দেখিয়ে ঘুম পাড়িয়ে দিতে,তিনিও তো ভুতের গল্প শোনাতে পারতেন, আর সেটাই করাই হয়তো তার উচিত ছিল তাহলে আমি আজ আর সবার মত থাকতে পারতাম,সবার মত জুজু বুড়ির ভয়ে ঘুমিয়ে যেতাম,জুজু বুড়ি যা বলতো তাই বলতাম তার সুরে সুর মিলিয়ে, আমার লাখ লাখ মুসলিম ভাইয়ের উপর যখন হামলা হই তখন জুজু বুড়ির সুরে সুর মিলিয়ে বলতে পারতাম ওরে সব মুসলিম ই জংগী,যখন ফিলিস্তিনে হাজার হাজার নিরপরাধ মানুষের উপর হামলা করা হয় তখন তাদের সুরে সুর মিলিয়ে বলতে পারতাম তারা উগ্রবাদী, তাদের মত ছোট্ট শিশুদের কে বলতে পারতাম ওরা তো এক একটা জাত সাপ ওদের বাচতে দেওয়া যাবে না। যখন সমুদ্রতীরে ছোট্ট একটা ছোট বাচ্চার মৃত দেহ পড়ে থাকে তখন চুপ করে দেখতাম জুজু বুড়ির ভয়ে।

কিন্তু আমি পারছি না চুপ থাকতে কিংবা যারা বলছেন আমি  নিরপেক্ষ তাদের সাথেও থাকতে পারছি না,আপনি নিরপেক্ষ নন আপনি কাপুরুষ। আপনি সত্য বলতে ভয় পান, আপনিও হুজুগে মাতাল,আপনিও জুজু বুড়ির ভয় পান। আমি পারছি না আপনাদের দলে সামিল হতে যাদের মতে

 * মানুষ সে তো থাকে ইউরোপের দেশগুলোতে
   বাদবাকি সব গরু ছাগল ভেড়া মহিষ
   বিশ্ব মানবতা সে তো ইউরোপের দেশ গুলোর জন্য
   আর কোথাও তো মানুষ ই নাই তাই বিশ্ব মানবতাও নাই*

আমার আম্মু আমাকে জুজু বুড়ির ভয় পাড়িয়ে ঘুম পাড়ান নাই, তাই আমি আপনাদের মত ঘুমিয়ে থাকি না,তিনি আমাকে শুনিয়েছেন সেই সব সংগ্রামী মানুষের কথা যারা জুগে জুগে জুজু বুড়িকে কতল করেছেন, তাই আমি জেগে রই, আমি চোখ মেলে রই,জুজু বুড়ির দিন শেষ হবে,বিশ্ব মানবতা মুক্তি পাবে।

বিশ্ব মানবতা, বিশ্ব শান্তির পতাকা একদিন উড়বেই সারা বিশ্বের আকাশে বাতাসে।  (In sha Allah)

Thursday, November 12, 2015

অপরিচিতা

কোথায় যেন দেখেছি তাকে
দুরের কোন পথের কি বাঁকে
সে তো দুরের নয়, নয়তো অপরিচিতা
যেতে হবে কাছে দূরে সরিয়ে মরিচীকা

Wednesday, November 11, 2015

ক্ষুধার্ত শিশু

ক্ষুধার্ত শিশু খেলনা চাইনা
চেনে না সে নিষ্ঠুর সমাজকে
কচি পেটে খুধার যন্ত্রণায়
ডুকরে ডুকরে সে কাদে

ক্ষুধার্ত শিশু বেশি কিছু নই
দুমুঠো শুধু খাবার চাই
হোক না তা কারো উচ্ছিষ্টাংশ
বা ডাস্টবিনের, শুধু কচি পেটে শান্তি চাই

Monday, November 9, 2015

অনেকদিন আগে

অনেকদিন আগে শীতের রাতে
তোমার শরীরের উষ্ণতা ছিল এখানে
অনেক বছর আগে এখানে
দুটো প্রজাপতি খেলা করতো একমনে
অনেকদিন পর এখানে
আহত পাখিরা ডানা ঝাপটাবে
অনেক অনেক বছর পর
সব কিছু শুন্যতায় মিলাবে

Wednesday, November 4, 2015

বাক্স বন্দি দুঃখ

একটা অদ্ভুত ব্যাপার হলো তোমরা চাও তোমাদের প্রিয় মানুষগুলো ভাল সুখে থাক কিন্তু তার ভাল সুখে থাকার জন্য যে জিনিষ এর খুব বেশি প্রয়োজন তোমরা সেটা দিতে রাজি নও,
তোমরা এমন একটা জীব যারা মানুষকে দুঃখের মাঝে ফেলে দিয়ে বলো দুঃখ পেও না  সময় হলে সব ঠিক হয়ে যাবে। সময় হলে আসলে কতটুকু ঠিক হয় আমার জানা নাই তবে সময়ের সাথে সাথে মানুষ কিছু কিছু জিনিষ শিখে যায় যেমন সময়ের সাথে তাল মিলিয়ে চলা,কিছু মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষে নিজের সব কিছুকে একটা বাক্স বন্দি করে ফেলা, এগুলো ভালই শিখে যায় একটা মানুষ। তবে কি জানো প্রায় মাঝে মাঝেই সেই বাক্স এর বন্ধ ঢাকনাটা খুলে যায়, কেউ কেউ গভীর রাতে সেই বাক্সের মাঝে অনেক কিছু ফিরে পাওয়ার চেষ্টা করে, অনেকে অনেক স্মৃতির ভিড়ে ঘুরে বেড়াই ক্ষণিকের জন্য,তারপর তারা বুঝতে পারে নাহ কোন কিছুই আর ফিরবে না,চোখের কোণে জল জমে, কেউ বা বুকের ভিতর জমে থাকা দীর্ঘশ্বাস তামাক পুড়িয়ে ধোয়ার সাথে আকাশে উড়িয়ে দেওয়ার ব্যার্থ চেষ্টা করে,তারপর,তারপর খুব যত্নসহকারে বাক্সটা বন্ধ করতে হয়,তারপর বাক্সটাকে লুকিয়ে চোখের জলটা মুছে প্রস্তুতি নিতে হয় পরবর্তী দিনের জন্য সুন্দর করে সব কিছুকে লুকিয়ে সবার মুখে হাসি ফুটিয়ে চলতে পারার জন্য। 

আর তোমরা কি বলো জান?সে তো বেশ ভালই আছে, সবকিছুই মানিয়ে নিয়েছে।

বাক্স নীরব প্রমাণ হয়ে রয়ে যাই এই ভাল থাকার, এই সুখে থাকার।

Tuesday, November 3, 2015

বাস্তবতার কথোপকথন


বাস্তবতা : আমাকে মানতে চাও না?
আমি : নাবাস্তবতা : কিন্তু কেন?
আমি : তোমাকে আমার পছন্দ নয়
বাস্তবতা : পছন্দ না হলেও তোমাকে মানতে হবে
আমি : ভুল, মানতে হবে না, ভেব না তোমাকে মেনে নিয়েছি
বাস্তবতা : কেন?  মানতে তো হবেই
আমি : হা হা হা, মানার জন্য কাওকে থাকতে হয়, যে থাকবে না সে কিভাবে মানবে?  হা হা হা
বাস্তবতা : মানে
আমি : অপেক্ষা কর কোন একদিনের জন্য উত্তর পেয়ে যাবে। 

Escaping nights without you with shadows on the wall
My mind is running wild trying hard not to fall
You told me that you love me but say I'm just a friend
My heart is broken up into pieces
'Cause I know I'll never free my soul
It's trapped in between true love and being alone
When my eyes are closed the greatest story told
I woke and my dreams are shattered here on the floor
Why oh why tell me why not me?
Why oh why we were meant to be
Baby, I know I could be all you need
Why oh why oh why?
I wanna love you
If you only knew how much I love you
So why not me? :-)

Monday, November 2, 2015

মধ্যরাত

মধ্যরাতের অবাক রোদে
দুকাপ চা একটা বিস্কুটে
তাহাদের প্রেম যে উঠে জেগে
মধ্যরাতের ভয়ংকর অন্ধকারে
একটা দেশলাই এক প্যাকেট সিগারেটে
তাহাদের নিশ্চুপ রাত যায় যে কেটে